ভাষা দিবস উদযাপনের অনুষ্ঠানে ৫০ টি কম্বল উপহার

খুশী এলাকাবাসীরা।

author-image
Adrita
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, সালানপুর, আসানসোলঃ আদিবাসী ভাষা দিবস উপলক্ষে, রূপনারায়ণপুর ফাদির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য রবিবার মুচিডিহ গ্রামে ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে ছোট উপজাতীয় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং ৫০টি কম্বল প্রদান করেন।

রূপনারায়ণপুর ফাড়ি ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য বলেন, '' পুলিশ সব সময় সামাজিক কাজে জনগণের পাশে থাকে। তাই আমরা চাই আদিবাসী সম্প্রদায়ের সকল ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় এগিয়ে আসুক এবং দেশের গৌরব বয়ে আনুক। শীতের কথা মাথায় রেখে ছোট শিশুদের নতুন স্কুল ব্যাগ ও কিছু কম্বল দেওয়া হয়েছে। ''