নিজস্ব সংবাদদাতা, সালানপুর, আসানসোলঃ আদিবাসী ভাষা দিবস উপলক্ষে, রূপনারায়ণপুর ফাদির ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য রবিবার মুচিডিহ গ্রামে ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে ছোট উপজাতীয় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং ৫০টি কম্বল প্রদান করেন।
/anm-bengali/media/post_attachments/15a84c9d-bda.png)
রূপনারায়ণপুর ফাড়ি ইনচার্জ অরুণাভ ভট্টাচার্য বলেন, '' পুলিশ সব সময় সামাজিক কাজে জনগণের পাশে থাকে। তাই আমরা চাই আদিবাসী সম্প্রদায়ের সকল ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় এগিয়ে আসুক এবং দেশের গৌরব বয়ে আনুক। শীতের কথা মাথায় রেখে ছোট শিশুদের নতুন স্কুল ব্যাগ ও কিছু কম্বল দেওয়া হয়েছে। ''
/anm-bengali/media/post_attachments/ec4e8947-8a1.png)