মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬ সালে প্রচারে যাবো না! ঘাটালে বিস্ফোরক দেব

ঘাটালে দেব বলেন, মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬ সালের প্রচারে যাবো না।

author-image
Tamalika Chakraborty
New Update
dev deepak tmc1.jpg

নিজস্ব সংবাদদাতা: ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে ঘাটালের বাসিন্দারা। প্রশ্ন উঠতে শুধু করেছে মাস্টার প্ল্যান নিয়ে। ঘাটালের সাংসদ দেবকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই প্রেক্ষিতে বড় ঘোষণা করলেন ঘাটালের সাংসদ দেব। তিনি বলেন, ২০২৬ সালের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে তিনি আর প্রচারে যাবেন না। 

Bengal flood situation

রবিবার ঘাটালের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে যান দেব। সেখানে তিনি স্পিড বোটের সাহায্যে ঘাটালের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন,  'ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ২০২৬-এ প্রচারে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন। মানুষ অনেক সমস্যার মধ্যে আছেন, সবাই মিলে পাশে থাকতে হবে।' একদিকে চলছে তাঁর নতুন ছবি 'খাদান'-এর শ্যুটিং। সেই ব্যস্ততা থাকলেও, বন্যা পরিস্থিতিতে ঘাটালের পাশে থাকার চেষ্টা করছেন দেব। এর আগেও ঘাটালের বন্য়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছিলেন দেব। 

ঘাটালে গিয়ে দেব বলেন, "মাস্টার প্ল্যান এমন যেটা তিন মাসে সম্ভব নয়। আমি জুন মাসে জিতেছি। এটা সেপ্টেম্বর। প্রতিশ্রুতি দিয়েছি মানে তিন মাসে মাস্টারপ্ল্যান বাস্তবায়িত করা সম্ভব নয়। ঘাটাল মাস্টারপ্ল্যান পুরোপুরি তৈরি করতে অন্তত ৫ বছর লাগবে। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারি মাস থেকে মাস্টারপ্ল্যানের কাজ শুরু হবে।"

 tamacha4.jpeg