ঘাটালে ফের শংকর বনাম দেব !

তৃৃণমূলে ফের গোষ্ঠীকোন্দল ?

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘাটাল উৎসব ও শিশু মেলা যা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে অন্যতম একটি বড় মেলা। আর এই মেলাকে ঘিরে শাসকদলের হস্তক্ষেপ ও মেলাকে রাজনীতিকরণ সহ মেলাকে কেন্দ্র করে শাসকদলের কোন্দলও শিরোনামে আসে। 

এবছরের মেলার আগে প্রস্তুতি বৈঠক হয় ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে। সূত্র মারফত জানা যাচ্ছে,২৮ শে নভেম্বর ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীর উপস্থিতিতে এই প্রস্তুতি সভা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তড়িঘড়ি ঘাটালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও বর্তমানে জেলা পরিষদের সদস্য শংকর দোলইয়ের ডাকে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে এই মিটিংটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,এই মিটিংয়ে সাংসদ অনুগামী এবং সাংসদ প্রতিনিধিকেও ডাকা হয়নি এবং বিগত দিনেও এই মেলা কমিটিতে ছিলেন সাংসদ দীপক অধিকারী। এবছর তাকেও কমিটিতে রাখা হয়নি,যদিও এই বিষয়ে মেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক শংকর দলুই জানান,দেবের সঙ্গে কথা বলার পরেই এই মিটিং আয়োজন করা হয়েছে। এই মেলায় পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, এই মিটিং সম্পর্কে তাকে কিছুই জানানো হয়নি। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই দুই নেতার পদে আসীন থাকা নিয়ে পূর্বে বহু জলঘোলা হয়েছে ঘাটাল কেন্দ্রে। 

Dev on Shankar Dolai: 'শঙ্কর দলুই কে, বাংলার মানুষের জানা উচিত', কেন এমন  বললেন দেব? - Bengali News | TMC MP Dev talks about Shankar Dolai as his  voice speaking on Dev