ঘাটাল মাস্টার প্ল্যান: শিল্যানাস শুধু সময়ের অপেক্ষা, আজই সিদ্ধান্ত হতে পারে শিল্যানাসের দিনক্ষণ

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আজই সিদ্ধান্ত!

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
f



নিজস্ব সংবাদদাতা: রাজ্য বাজেটে ৫০০ কোটি বরাদ্দ ঘোষণার পর মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে প্রথম বৈঠকে সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়া ও সাংসদ দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রিভিউ বৈঠকে ঘাটালের সাংসদ দেব ও সেচ মন্ত্রী ডঃ মানস ভূঁইয়ার মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত সেচ দপ্তরের আধিকারিক থেকে জেলার জেলাশাসক, পুলিশ সুপার সহ জেলা ও মহকুমা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

সম্প্রতি রাজ্য বিধানসভায় পুর্ণাঙ্গ বাজেট পেশ করে রাজ্য সরকার। বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট ঘোষণার পর আজ রবিবার দুপুরে ঘাটাল টাউন হলে প্রথম ঘাটাল মাস্টার প্ল্যানের সাব কমিটি বৈঠকে বসলো। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই প্রথম সমগ্র সাব কমিটি বৈঠকে বসলো।