ঘাটাল মাস্টার প্ল্যান ঘিরে এবার পড়ল বিতর্কিত পোস্টার

'এই ঘোষণায় ঘাটালের মানুষ খুশি আনন্দিত'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
yt6y7ui

File Picture

নিজস্ব সংবাদদাতা: “মাস্টার প্ল্যানের ৫০০ কোটি, এইবার ভাইয়েরা হবে কোটিপতি”। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দকে কটাক্ষ করে এবার ঘাটাল শহর জুড়ে পোস্টার দিল বিজেপির।

গত ১২ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় ‘২৬ শের বিধানসভা ভোটের আগে তৃণমূল সরকারের শেষ পুর্ণাঙ্গ বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে বড় ঘোষণা করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে ৫০০ কোটি টাকা বরাদ্দর সাথে আগামী ২ বছরের মধ্যে মাস্টার প্ল্যানের কাজ বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। বাজেটে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার ঘাটাল শহর জুড়ে পোস্টার দেয় বিজেপি। নাম না করে ৫০০ কোটি বরাদ্দ আখেরে শাসকদলের নেতা কর্মীদের পকেট ভরানোর সুযোগ এমনই কটাক্ষ করে ঘাটাল শহরে ঘড়িমোড়, কুশপাতা সহ একাধিক জায়গায় পোস্টারিং করেছে বিজেপি। 

y45eee67u

পোস্টারে উল্লেখ রয়েছে, “মাস্টার প্ল্যানের ৫০০ কোটি, এইবার ভাইয়েরা হবে কোটিপতি”। এছাড়াও বলা হয়েছে, “ঘাটাল মাস্টার প্লানের জন্য প্রয়োজন ৫০০০ হাজার কোটি। ভাইপো বাবু দেবেন বলেছিলেন ১৫০০ কোটি। তাহলে ৫০০ কোটি কেন?” 

এইরকম একাধিক প্রশ্ন তুলে ও বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করে ঘাটালে বিজেপির এই পোস্টার পড়ে। আর এই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তর্জা। এনিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি বলেন, “বিজেপি কেন্দ্র সরকার এতোদিন কিছু করেনি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছেন এবং ৫০০ কোটি টাকা বরাদ্দও করেছেন। এই ঘোষণায় ঘাটালের মানুষ খুশি আনন্দিত”।

y7980io

বৃহস্পতিবার এনিয়ে ঘাটালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বড় মিছিল করা হয়। যে মিছিল থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়। এতেই বিজেপি ভয় পেয়ে কুৎসা শুরু করেছে, বলে অভিযোগ দিলীপ মাজির।