ঘাটাল মাস্টার প্ল্যান, বিরোধ, আন্দোলন

বিরোধ, আন্দোলন।  

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, মেদিনী পুরঃ এবার ঘাটাল মাস্টার প্ল্যান এর বিরুদ্ধে আন্দোলন। জানা গিয়েছে, দাসপুরে চন্দ্রেশ্বরের খাল থেকে শিলাবতী নদীতে নতুন করে খাল খনন করে যুক্ত করা হবে, যার জন্য একাধিক কৃষকের কৃষিজমি নদীখননে পড়বে আর এখানে আপত্তি কৃষকদের।

কৃষকদের বক্তব্য, ' এই কৃষি জমিতে ৩ থেকে ৪ বার ফসল হয়। তাই কোনমতেই এই কৃষি জমি দিতে তারা ইচ্ছুক নয় তাদের সাথে কোন কথা হয়নি। কেউ তাদেরকে জানায়নি,কিন্তু জমির মাপঝোক চলছে। তাই এদিন মিছিল আকারে দাসপুরের চাঁদপুরে আন্দোলনে নামলো প্রায় দশটি গ্রামের কৃষকরা। তাদের বক্তব্য রক্ত দিতে রাজি আছি তবে জমি কোনমতে দেব না। এ বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আশীস হুদাইত বলেন, বিষয়টা আমরা দেখছি কৃষকদের সাথে আলোচনা করা হবে। '