রাতভর বৃষ্টি। আর তাতেই জলমগ্ন ঘাটাল পুরসভার বিস্তীর্ণ এলাকা। এমনিতেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র-রাজ্যের দড়ি টানাটানির শেষ হচ্ছে না। এদিকে বছরের পর বছর ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বেহাল নিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টিতেই জল থৈ থৈ করছে ঘাটাল পৌরসভার বিভিন্ন এলাকায়। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল নিকাশি ব্যবস্থা। রবিবার রাতভর টানা বৃষ্টিতে জল থৈ থৈ করছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পুরসভার বিভিন্ন ওয়ার্ড। ঘাটাল পৌরসভার ১৩, ১৫, ১৬, ১৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জমে রয়েছে বৃষ্টির জল। পুরবাসী থেকে শুরু করে পুর এলাকার দোকানদারদের অভিযোগ, বৃষ্টি হলেই পুর এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জমে থাকে জল। আর সেই জল পাড়িয়ে যাতায়াত করতে হয় তাদের। এমনকি বৃষ্টি হলেই জল প্রবেশ করে দোকানের ভেতরে। বেহাল নিকাশি ব্যবস্থা। বারে বারে পুরসভায় জানিয়েও আজও পর্যন্ত সুরাহা হয়নি।যদিও পুর এলাকায় জল জমার বিষয়টি স্বীকার করে নিয়ে ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা জানান,"এটা দীর্ঘ দিনের সমস্যা,কাল রাত থেকে অবিরাম বৃষ্টি হয়েছে,ড্রেনগুলো কোথাও কোথাও বুজে গেছে।আমরা চেষ্টা করছি পাম্প মেশিনের সাহায্য জল বের করে দেওয়ার,সকাল থেকে কর্মীরা কাজ করছে একটু সময় দিন জল নেমে যাবে।এছাড়াও তিনি বলেন,পুরসভার তিন চারটি ওয়ার্ডে স্থায়ী কোনো ড্রেনেজ সিস্টেম নেই,আমরা পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর কাছে আবেদন করেছি এইসমস্ত ওয়ার্ডের জল লিফটিং করে নদী ফেলার জন্য স্কিম বানাচ্ছি,আমরা সে জন্য ৭ টি মেশিন চেয়েছি।"