ডেঙ্গির হানা, ঘাটাল হাসপাতালে দেখা গেল অন্য চিত্র

নানান জ্বর উপসর্গ নিয়ে ৪০ থেকে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-09-23 101349.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হাসপাতাল চত্বর যেন মশার আঁতুড়ঘর, যত্রতত্র জমে রয়েছে জল, স্বাস্থ্য পরিষেবা নিতে এসে ভয় পাচ্ছেন রোগী ও পরিজনেরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা হাসপাতালে ১৪ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এক মহিলার। এছাড়াও নানান জ্বর উপসর্গ নিয়ে ৪০ থেকে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন।

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে কোথাও কোথাও গর্ত খুঁড়ে রাখা রয়েছে যাতে জমেছে জল। কোথাও আবার এবড়ো খেবড়ো রাস্তা তাতে জল জমে রয়েছে এভাবেই বিভিন্ন জায়গায় জমে রয়েছে স্বচ্ছ জল। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পৌর এলাকায় প্রচার চালানো হচ্ছে ডেঙ্গি নিয়ে। সচেতন হতে বলা হয়েছে সাধারণ মানুষকে। আশেপাশে জল জমতে দেবেন না, স্বচ্ছ জমা জলে ডেঙ্গির লার্ভা বংশবিস্তার করতে দেবেন না বলে প্রচার চালানো হয়েছে। কিন্তু স্বাস্থ্য দপ্তরের নিজের ঘরেই জমে রয়েছে জল। তারপরও হুঁশ ফেরেনি স্বাস্থ্য দপ্তরের এমনই অভিযোগ করেছেন হাসপাতালে আসা রোগী ও রোগীর আত্মীয়রা।

ঘাটাল হাসপাতালের সুপার সুব্রত দের দাবি, “প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাই জল জমছে তবে জমে থাকা জল পরিষ্কার করা হচ্ছে নিয়মিত আর স্বচ্ছ জলে ডেঙ্গির লার্ভা বা মশা হয়না, আমরা সচেতন রয়েছি”।

তবে সচেতনতার তেমন প্রমাণ মিলছে না বলেই মনে করছেন হাসপাতালে আসা সাধারণ মানুষ।