নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সকল স্তরের পুলিশ কর্মীর স্বার্থে সাধারণ সভার আয়োজন করা হল ঝাড়গ্রাম জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে। শনিবার সাঁকরাইল ব্লকের মানগোবিন্দপুর রিসোটে এই সভার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট ওয়েল ফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউৎ বলেন, ''২০২০ সালে আমাদের রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিচু তলার পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ক্ষোভ, দাবি দাওয়ার যাতে সহজ উপায়ে সমাধান হয় এবং সেগুলো যেন একটি সুনির্দিষ্ট পথে সরকারের কাছে পৌঁছায় তার জন্য একটা ওয়েলফেয়ার কমিটি করেছেন। একটা রাজ্য কমিটি গঠন হয়েছে, প্রত্যেকটা জেলায় একটি করে কমিটি গঠন হয়েছে। আজকে সাঁকরাইলের সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, হোমগার্ড, এনভিএফ- দের নিয়ে তাদের দাবি দাওয়া, অভাব - অভিযোগ, তাদের বক্তব্য আমরা লিপিবদ্ধ করেছি। আমরা তাদেরকে বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান হতে পারে জানালাম এবং সংঘবদ্ধ হতে বললাম। ওয়েলফেয়ার কমিটির এটা একটা নতুন প্রয়াস একদম গ্রামে আমাদের যেখানে সিভিক পুলিশ, হোমগার্ড, ভিলেজ পুলিশ, এনভিএফ, যেখানে বসবাস করে তাদের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম। সাঁকরাইল থানা সহ কাছাকাছি থানা, দূর দূরান্তের থানা থেকে কয়েকজন করে প্রতিনিধি এসেছিলেন। উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট ওয়েল ফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউৎ, পশ্চিমবঙ্গ পুলিশ স্টেট ওয়েল ফেয়ার কমিটির জয়েন্ট কনভেনার বাসুদেব প্রামানিক, ঝাড়গ্রাম জেলার ওয়েল ফেয়ার কমিটির কনভেনার শংকর মাইতি, ঝাড়গ্রাম জেলার জয়েন্ট কনভেনার তপন জানা, সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ সহ রাজ্য এবং জেলার পুলিশ আধিকারিকরা।''