সংসদে আলোচনার সুযোগ নেই, সরকারের ব্যর্থতা আড়াল করার চেষ্টা : বিস্ফোরক কংগ্রেস নেতা

গৌরব গগৈ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা সংসদে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর আলোচনা বন্ধ রেখে শুধুমাত্র সরকারি বিলের ওপর ফোকাস করছে।

author-image
Debapriya Sarkar
New Update
 Congress MP Gaurav Gogoi

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সম্প্রতি সরকারের কার্যকলাপ নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "সরকারকে উচিত স্পষ্টভাবে বলা কোন দিন, কোন সময়, কোন ইস্যু তারা সংসদে উত্থাপন করবে, এরপরই সবকিছু পরিষ্কার হবে।"

 Congress MP Gaurav Gogoi

গগৈ অভিযোগ করেন, "মণিপুর, সম্বল বা আদানি ইস্যু প্রতিদিন সংসদের এজেন্ডায় আসে, তবে সরকার কখনোই এসব ইস্যুতে আলোচনা করতে চায় না। বরং, শুধুমাত্র সরকারি বিলগুলোকে তালিকাভুক্ত করা হয়।" তিনি দাবি করেন, "সরকার এসব ইস্যুতে তাদের ব্যর্থতা প্রকাশ হতে দিতে চায় না, এজন্যই সংসদে সেগুলোর আলোচনা বন্ধ রাখতে চায়।"

 Congress MP Gaurav Gogoi

গগৈ আরও বলেন, "সরকারের এই আচরণে পরিষ্কার প্রমাণিত হয় যে, তারা হাউস চলতে দিতে চায় না, কারণ এই বিষয়ে আলোচনা করলে তাদের ব্যর্থতা সামনে চলে আসবে।"