পড়ুয়ার হাত ধরে রাস্তা পার করাচ্ছে পুলিশ! শ্রদ্ধায় ভরাচ্ছে মানুষ

মাত্র কিছুদিন হল গত হয়েছে বেহালা চৌরাস্তার ছোট্ট সৌরনীল। বেপরোয়া লরির গতিতে পিষে গেছে তার পথ চলা। সেই স্মৃতি এখনও টাটকা। তার মৃত্যু ট্রাফিক অব্যবস্থার সত্যিটা দেখিয়ে দিয়ে গেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-08-11 at 11.36.11 AM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কিছুদিন আগেই কলকাতায় ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই রাজ্যজুড়ে ট্রাফিক ব্যবস্থার ওপর বাড়তি গুরুত্ব দিয়েছে পুলিশ। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলাতেও ট্রাফিক ব্যবস্থা নিয়ে আরো উদ্যোগী হল পুলিশ। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার পক্ষ থেকে স্কুল পড়ুয়াদের ট্রাফিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি খুদে পড়ুয়াদের হাত ধরে রাস্তা পারাপারের ছবিও ধরা পড়ল এএনএম নিউজের প্রতিনিধির ক্যামেরায়। গড়বেতার রাধিকা স্কুলের ট্রাফিক মোড়ে ধরা পড়ল সেই ছবি। মানবিক পুলিশের এমন দৃশ্য বিরল। 

সাত বছরের ছোট্ট সৌরনীল আর বাড়ি ফিরবে না। বাবার হাত ধরে রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া লরির চাকায় পিষে যায় খুদে পড়ুয়া। তারপর থেকেই ট্রাফিক ব্যবস্থা নিয়ে সোচ্চার সাধারণ মানুষ এবং তৎপর পুলিশ। আর যেন কোনও সৌরনীলকে এমন পরিণতির মুখে না পড়তে হয় তার জন্যই এবার সচেষ্ট নানা জায়গার ট্রাফিক পুলিশ।

WhatsApp Image 2023-08-11 at 11.36.10 AM