আবর্জনার পাহাড়, একমাত্র পিকনিক স্পট হারিয়ে মন খারাপ কচিকাঁচাদের
আগে নিত্যদিন পর্যটকদের আনাগোনা ছিল ঘাটালের হরিসিংপুরেইকো টুরিজম পার্কে। এটা ঘাটাল এলাকায় একমাত্র ইকো পার্ক। ১ জানুয়ারি বা বড়দিনে ভিড় হতো দেখার মতো। ১০টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হলেও আবর্জনার স্তূপ ছাড়া আর কিছু দেখা যায় না।
নিজস্ব সংবাদদাতা: শীত মানেই বনভোজন বা পিকনিকের মরশুম আর সামনেই রয়েছে ৯ পৌষ বড়দিন এবং ১ জানুয়ারি। এই দিনগুলিতে পর্যটকদের ঢল নামে পিকনিক স্পটগুলিতে। এই বিশেষ দিন ছাড়াও আগে নিত্যদিন পর্যটকদের আনাগোনা ছিল ঘাটালের হরিসিংপুরে ইকো টুরিজম পার্কে। এটাই ঘাটালের একমাত্র ইকো পার্ক। কিন্তু বড়দিন বা পয়লা জানুয়ারির আগে বেহাল অবস্থায় পড়ে এই পার্ক! আগাছা,আবর্জনায় ভরেছে পার্ক । নজর নেই পঞ্চায়েত সমিতির,বড়দিনের আগে হতাশ পর্যটকেরা দাবি তুলছেন পার্ক সংস্কারের।
ঘাটাল শহরের একটি মাত্র পার্ক ঘাটাল পৌর এলাকার পাশেই মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের হরিসিংহপুর এলাকায় অবস্থিত ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক। ঘাটাল পৌর এলাকাতে নেই কোনও পার্ক। তাই শহরের পর্যটকদের কাছে বড়দিন বা ইংরেজি নতুন বর্ষের পিকনিকের একটি মাত্র জায়গা এই ইকো ট্যুরিজম পার্ক। সেই পার্ক বর্তমানে বেহাল হয়ে পড়ে রয়েছে,ভেঙে রয়েছে দোলনা,উবড়ে পড়ে রয়েছে গাছ,জঙ্গলে ভরে রয়েছে গোটা এলাকা, পার্কের চার পাশে রয়েছে ঝিল সেই ঝিলে বোটিং এরও ব্যবস্থা ছিল। কিন্তু বর্তমানে বোট গুলিও নষ্ট হয়ে একোনে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে,নজর নেই ব্লক প্রশাসন ও ঘাটাল পঞ্চায়েত সমিতির।পার্কে ঢুকতে গেলে ১০ টাকা টিকিট কেটে ঢুকতে হয় পর্যটকদের। কিন্তু পার্কে ঢুকে হতাশ হয়ে ফিরছেন পর্যটকেরা। চাইছেন পিকনিকের মরশুমে বড়দিনের আগে দ্রুত সংস্কার করা হোক এই পার্কটি। এই পার্কে শুধু ঘাটালবাসী নই আরও আশপাশের বিভিন্ন জায়গার মানুষ ভিড় জমাতো এই পার্কে বড়দিন বা পয়লা জানুয়ারিতে পিকনিকের জন্য। কিন্তু বর্তমানে পার্কের বেহাল পরিকাঠামো এবং হতশ্রী অবস্থা দেখে মুখ ফেরাচ্ছে পর্যটকরা। ঘাটাল পঞ্চায়েত সমিতি এই পার্ক রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্বে। কিন্তু তাও কেন এভাবে অবহেলায় পড়ে পার্কটি উঠছে প্রশ্ন। একসময় জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে এই পার্ক পরিদর্শন করে পার্ক সংস্কারের আশ্বাস দিয়ে গিয়েছিল ঘাটালের সাংসদ দেব। তারপরও কেন এমন বেহাল অবস্থা ঘাটালের একমাত্র পর্যটনস্থলের। এবিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর পর্যটকদের অভিযোগ যে সত্য এবং পার্কের বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়ে জানান,আজকেই পঞ্চায়েত সমিতির জেনারেল মিটিং ছিল সেখানে এবিষয়ে আলোচনা হয়েছে,পঞ্চম অর্থকমিশন থেকে যদি ফান্ডিং করা যায় সে নিয়েও কথা হয়েছে।আমরা দ্রুত কাজ শুরু করবো,শ্রমিকের সমস্যা রয়েছে স্থানীয় পঞ্চায়েতকে বলে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে।"