নিজস্ব সংবাদদাতা: সেফ ড্রাইভ সেভ লাইফ গেঞ্জি পরে শহরের রাস্তায় গণেশের আগমন। হেলমেট ছাড়া দেখলেই গাড়ি ধরা হচ্ছে। ধমক খেয়ে জোড় হাত করে ক্ষমা করে দিন বলে চালক পরে নিচ্ছেন হেলমেট। আবার অনেকে ভয়ে পালিয়ে যাচ্ছেন। তবে এই গণেশ আসলে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ব্যানার্জি। বৃহস্পতিবার সকালে দুর্গাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্ঘটনা রুখতে অভিনব প্রচার চালানো হয়। DMC মোড় সিটি সেন্টারের জাতীয় সড়কের সার্ভিস রোড আর শপিং মলের সামনে চলে সচেতনতা মূলক প্রচার। ওই গণেশ রূপী সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর রায়, ট্রাফিক আধিকারিক অরবিন্দ গোস্বামী সহ ট্রাফিক কর্মীরা। দেওয়া হয় সচেতনতামূলক লিফলেটও। সিভিক ভলেন্টিয়ার বিপ্লব ব্যানার্জি বলেন, নতুন বছরের প্রাক্কালে দুর্ঘটনা রুখতে সকাল থেকে চলছে সচেতনতামূলক প্রচার। এর আগেও যমরাজ ও সান্তা ক্লজ সেজে করা হয়েছে সচেতনতামূলক প্রচার। ট্রাফিক পুলিশের এই সচেতনতা দেখে হুঁশ ফিরছে অনেকের বলেও জানান ট্রাফিক আধিকারিকরা।