গজরাজের আতঙ্কে উড়ল ঘুম, লন্ডভন্ড বিঘের পর বিঘে চাষজমি

এলাকায় আতঙ্ক ছড়ালো।

author-image
Adrita
New Update
ঝাড়গ্রাম জুড়ে হাতির তাণ্ডব

নিজস্ব সংবাদদাতা, সাঁকরাইলঃ গজরাজের আতঙ্কে ঘুম উড়েছে সাঁকরাইলের বনপুরা, নয়াগা এলাকার বাসিন্দাদের। হাতির তাণ্ডবে লন্ডভন্ড হয় বিঘের পর বিঘে চাষের জমি। জানা গিয়েছে, হঠাৎ করেই ২৫-৩০টি হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে ঢুকেই তারা তান্ডব চালায়। হাতির হুঙ্কারে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রাতেই বাড়ি থেকে  রাস্তায় বেরিয়ে আসেন গ্রামবাসীরা। বাড়িঘর বাঁচাতে রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়। 

অবশেষে বনপুরা ডুলুং নদীর তীর হয়ে হাতির দলটি ঢুকে পড়ে পার্শ্ববর্তী নয়াগা এলাকায়। সেখানেও চাষের জমিতে তান্ডব চালায়।  চাষিরা জানিয়েছেন যে, নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে নদীর জল বাড়ায় চাষের জমি চলে গিয়েছিল জলের তলায়। নিম্নচাপের বৃষ্টিতে যেমন চাষের ক্ষতির সম্মুখীন হয়েছিলেন চাষিরা, তারওপর আবার হাতির উপদ্রবে লন্ডভন্ড হল অবশিষ্ট ধান, সবজি চাষের জমি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত কয়েকদিন ধরে আবার নতুন করে শুরু হয়েছে হাতির তাণ্ডব। সাঁকরাইলের টিয়াকাটি, পালোইডাঙ্গা, বনপুরা ,নয়াগাসহ আরও বেশ কিছু এলাকায় তান্ডব চালাচ্ছে হাতির দল। তারা আরও জানিয়েছেন যে, হলা পার্টির উপস্থিতিতে হাতিড় দলকে জঙ্গলে ফেরালেও, সন্ধ্যা নামতেই ফের ঘুরে লোকালয়ে চলে আসছে দাঁতাল হাতির দল।