নিজস্ব সংবাদদাতাঃ ভারতের জাতীয় কংগ্রেসের ১৩৮তম জন্মদিন উপলক্ষে দেশে গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে এবং আসন্ন সাধারণ নির্বাচনে তহবিল সংগ্রহের জন্য ১৮ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর এক বিশেষ প্রচার ও অনলাইনে বিশেষ তহবিল সংগ্রহ করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ দুর্গাপুরে কাশি রাম দাসে জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় নেহেরু ভবনে দুর্গাপুর মহকুমা সেবাদল ও যুব কংগ্রেস উদ্যোগে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।
প্রায় দুই শতাধিক মানুষ এই শিবিরে এসে দলীয় তহবিলে অর্থ সাহায্য করেন। এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। ওনার সঙ্গে এই শিবিরে উপস্থিত ছিলেন ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পাণ্ডা, অমল হালদার প্রমুখ। এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, '' বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে এক নায়ক তন্ত্র চলছে। ''
তিনি আরও বলেন '' এক দিকে আদানি, আম্বানির মতো শিল্পীপতির কাছ থেকে বিজেপি প্রচুর টাকা নিয়ে নিজেদের দলীয় তহবিলে চাঁদা হিসেবে সংগ্রহ করছে। কিন্তু কংগ্রেসের মতো বিরোধী দলের তহবিলে যারা চাঁদা দিতে চাইছেন তাদের ইডি সিবিআই তদন্তের ভয় দেখানো হচ্ছে। তাই এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে । আগামী দিনে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ের জন্যে জাতীয় কংগ্রেসের তহবিলে অর্থ সাহায্য করুন এই বিশেষ অনুরোধ সাধারণ মানুষের কাছে আমরা করছি। ''