কথা রাখলেন মন্ত্রী! করম পুজোয় ইচ্ছে পূরণ

শারীরিক প্রতিবন্ধকতা! মন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন একটা হুইল চেয়ারের। সেই ইচ্ছে পূরণ হল বিশেষ ক্ষমতা সম্পন্ন সাঁকরাইলের পূজা মাহাতর।

author-image
Pallabi Sanyal
New Update
োেো

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীতে প্রতিবন্ধী পূজা মাহাতর হাতে হুইলচেয়ার তুলে দিলেন সাঁকরাইল ব্লকের বিডিও  রোহন ঘোষ ও সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি তথা ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা কমলকান্ত রাউৎ। উল্লেখ করা যায় যে সাঁকরাইল ব্লকের রোহিনী সংলগ্ন কুঠিসাই গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী পূজা মাহাত শনিবার রোহিনীতে এক অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে একটি হুইলচেয়ার দেওয়ার জন্য আবেদন জানান। রবিবার রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষের হাতে প্রতিবন্ধী পূজা মাহাতকে দেওয়ার জন্য হুইল চেয়ার তুলে দেন। সোমবার সেই হুইল চেয়ার সাঁকরাইল ব্লকের বিডিও অফিস প্রাঙ্গনে প্রতিবন্ধী পূজা মাহাতর হাতে তুলে দেন। করম পরমের দিন প্রতিবন্ধী পূজা মাহাত হুইলচেয়ার পেয়ে খুব খুশি। তার জন্য তিনি রাজ্যের মন্ত্রী  বীরবাহা হাঁসদা, সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ ও জেলা পরিষদের সদস্য কমলকান্ত রাউৎ কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।