ঝাড়গ্রামবাসীর স্বপ্ন পূরণ!

বহুদিনের স্বপ পূরণ। কথা রাখলো রেল! ঝাড়গ্রামে স্টপেজ পেল হাওড়া - বরবিল জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন। পুজোর মুখে খুশির খবর। সাংসদ নিজে স্টপেজ উদ্বোধন করেন।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১১১১১১

নিজস্ব প্রতিনিধি,  ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম পর্যটন মানচিত্রের বৈশিষ্ট্যর গুরুত্ব এবার আরো বাড়লো। ঝাড়গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। ঝাড়গ্রাম স্টেশনে এবার স্টপেজ পেল হাওড়া - বরবিল জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন। দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম জেলাবাসীর একটা দাবি ছিল। যেটি হল ঝাড়গ্রাম স্টেশনে জনশতাব্দী ট্রেনের স্টপেজ দিতে হবে। আর সেই দাবি পূরণ হল। বুধবার ঝাড়গ্রাম স্টেশনে জনশতাব্দী এক্সপ্রেস প্রথম বার আজ থামল। আর স্টপেজের উদ্বোধন করলেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ডি.আর.এম. আরকে চৌধুরী সহ ঝাড়গ্রাম শহরের বিশিষ্ট মানুষজনেরা।  এদিন  জনশতাব্দী এক্সপ্রেস ঝাড়গ্রামে এসে দাঁড়ায় এবং সাংসদ কুনার হেমব্রম জন শতাব্দী এক্সপ্রেস এর লোকো পাইলটকে ফুলের স্তবক দিয়ে বরণ করেন। ঝাড়গ্রামে এই ট্রেন স্টপেজ দেওয়ার ফলে খুব কম সময়ে হাওড়া, অন্যদিকে বরবিল  পৌঁছাতে পারবে সাধারণ মানুষ। এছাড়াও বাইরে থেকে আশা পর্যটকদের জন্য অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে পৌঁছানোয খুব সহজ হতে চলেছে এই স্টপেজ দেওয়ায়।