নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়ার খাতড়া মহকুমা শহরের জীবনপুরে। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বাড়িতে চা করার সময় গ্যাস সিলিণ্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পরিবারের দাবি।
জানা যায়, আগুন ছড়িয়ে পড়ার পরেই পরিবারের লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা সাথে সাথে খাতড়া দমকল কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কেন্দ্রের কর্মীরা।
জানা গিয়েছে, খাতড়া শহরের জীবনপুরের বাসিন্দা, পেশায় টোটো চালক কৃষ্ণ প্রামানিক বাড়িতে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকেন। এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ বাড়িতে গ্যাসে চা করার সময় তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় হতাহতের কোন খবর নেই, তবে বাড়ির বেশিরভাগ জিনিস পুড়ে গেছে বলে পরিবারের দাবি।