নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সমস্যার সমাধান ও জনসংযোগে, প্রত্যন্ত গ্রামের পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন মহাকুমা শাসক থেকে বিডিও কোথাও ত্রিপল বা তালাই এর উপর বসেই শুনছেন এলাকার মানুষের সমস্যার কথা। এমনকি দ্রুত সমস্যা সমাধানেরও চেষ্টা করছেন প্রশাসনের আধিকারিকরা। এমনই ছবি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুর ২ নম্বর ব্লকের কামালপুর গ্রাম পঞ্চায়েতের জোতকানুরামগড় গ্রামের দোলুই পাড়ায়। জানা যায় ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে সমস্যা সমাধান কর্মসূচি। কর্মসূচি চলবে আগামী ১২ ফেব্রুয়ারী পর্যন্ত।
মহকুমা প্রশাসন সূত্রের খবর দুয়ারের সরকার প্রকল্প চালু হলেও প্রত্যন্ত গ্রামের অনেক মানুষ এখনো সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সেই সমস্ত বঞ্চিত মানুষদের সরকারি সুযোগ-সুবিধে দেবার জন্য এই সমস্যার সমাধান কর্মসূচি। সেই সমস্যার সমাধান কর্মসূচিতে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ব্লকের বিডিও দের নিয়ে তিনি পৌঁছে যাচ্ছেন প্রতিটি পাড়ায় পাড়ায়, এলাকার সমস্ত মানুষের কাছ থেকে শুনছেন তাদের সুবিধা ও অসুবিধের কথা। আর বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্পে মহকুমা শাসককে কাছে পেয়ে খুশি এলাকার মানুষজন।