নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ আদিবাসী অধ্যুষিত গ্রাম। ভেতরে কংক্রিটের ঝাঁ চকচকে রাস্তা। অথচ এমন গ্রামেই ঢোকা ও বেরনোর পথ দুটি আজও কাঁচা। ভরা বর্ষায় খানাখন্দ ও পিচ্ছিল পথ পেরিয়ে যেতে হয় স্কুল-কলেজ কিংবা হাসপাতালে। ৩৪ বছরের বাম শাসন থেকে শুরু করে মমতা প্রশাসনের ১৩ বছর, হাল ফেরেনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের তেলকন্দ গ্রামের।
উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর জঙ্গলমহলের উন্নয়নকে দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। কিন্তু তা সত্বেও শাসক দলকে কোণঠাসা করতে পিছপা হয় না বিরোধীরা। তেলকন্দ গ্রামের অনুন্নয়ন ঘিরে সমালোচনার মুখে পড়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল নেতা মথুর মাহাত। সাঁকরাইলের ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পঞ্চানন দাস অবশ্য তেলকন্দ গ্রামের খামতি ঘিরে বিশেষ ভাবে ওয়াকিবহাল। খুব শীঘ্রই সেটি দূর করা হবে বলে আশ্বস্তও করেছেন তিনি।