কাঁথিতে উদ্ধার তাজা বোমা

কাঁথির নাটদীঘিতে উদ্ধার প্রায় ১৫টি তাজা বোমা। স্কুল ও মন্দির পাশ্ববর্তী এলাকায় মধ্যরাতে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রকৃত বোমা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কাঁথির নাটদীঘিতে উদ্ধার প্রায় ১৫টি তাজা বোমা। স্কুল ও মন্দির পাশ্ববর্তী এলাকায় মধ্যরাতে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। প্রকৃত বোমা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে কাঁথি'র পার্শ্ববর্তী এলাকায় এক ব্যক্তির বাড়ির পেছন থেকে উদ্ধার হল একাধিক তাজা বোমা। 

পূর্ব মেদিনীপুর জেলার রায়পুর গ্রাম পঞ্চায়েতের নাটদিঘীতে মধ্যরাতে প্রায় ১৫টি বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথি থানার পুলিশ। রাতে বিপদ ঘটার সম্ভাবনার কথা ভেবেই, তাজা বোমাগুলো উদ্ধার না করে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে জল ঢেলে, পুলিশি পাহারায় বোমাগুলি রাখা হয়। 

শনিবার কাঁথি থানার পুলিশ ও বোম স্কোয়ার্ড গিয়ে ১৫টি তাজা বোমা উদ্ধার করে নিয়ে আসে। একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সত্যি বোমা কিনা? বা এগুলো কোথা থেকে এল? তা নিয়ে তদন্ত শুরু করেছে কাঁথি থানার পুলিশ। তবে এই ঘটনায় দু'জনকে আটক করে জিজ্ঞাসা চালাচ্ছে পুলিশ। 

 তৃণমূল নেতা তথা আইএনটিটিইউসি জেলা কমিটির নেতৃত্ব দুর্গাশঙ্কর মন্ডল বলেন, '২০২৬ সালের আগে রাজ্যের বিরোধী দলনেতা চাইছে প্রতিটি গ্রামে এই ধরণের সন্ত্রাসবাদ চালাতে উঠে পড়ে লেগেছে।  অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি করেছেন তিনি।'

স্থানীয় বাসিন্দা গণেশ মণ্ডল বলেন,'আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। একাধিক বাড়িতে তদন্ত করে কোথাও বোমা রয়েছে কিনা তা দেখতে পুলিশ'কে অনুরোধ করেছি'। তবে বিজেপি নেতৃত্ব চন্দ্রশেখর মন্ডল বলেন, 'একাধিক বোমা উদ্ধারের ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। রাজ্যে শিল্প নেই শুধু রয়েছে চুরি ও বোমা শিল্প। বিগত নির্বাচনে নাটদীঘী এলাকায় ভোট লুট হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হয়েছে। সামনের নির্বাচনে এলাকার সন্ত্রাস সৃষ্টির জন্য পুলিশের মদতে বোমগুলি মজুদ করেছিল তৃণমূল'।