এই গরমে ঘন ঘন লোডশেডিং! বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ

একেই তীব্র গরম, তার ওপর বারবার লোডশেডিং এলাকার মানুষকে আরও সমস্যায় ফেলেছে। ঘটনাটি উখরা পঞ্চায়েতের অন্তর্গত শফিক নগর এলাকার। বারবার লোডশেডিং এর জেরে তিতিবিরক্ত হয়ে শফিক নগর এলাকার বাসিন্দারা বুধবার উখড়া বিদ্যুৎ কার্যালয়ের সামনে এসে বিক্ষোভে সামিল হলেন।

author-image
Pallabi Sanyal
New Update
load shedding

লোড শেডিং

হরি ঘোষ, উখড়া :  খনি অঞ্চল অন্ডাল, উখড়া পাণ্ডবেশ্বরের তাপমাত্রার পারদ  ৪০ পেরিয়ে আজ ৪২ ডিগ্রিতে পৌঁছেছে। গোদের ওপর বিষ ফোঁড়ার মত একেই তীব্র গরম, তার ওপর বারবার লোডশেডিং  এলাকার মানুষকে আরও সমস্যায় ফেলেছে। ঘটনাটি উখরা পঞ্চায়েতের অন্তর্গত শফিক নগর এলাকার। বারবার লোডশেডিং এর জেরে তিতিবিরক্ত হয়ে শফিক নগর এলাকার বাসিন্দারা বুধবার উখড়া বিদ্যুৎ কার্যালয়ের সামনে এসে বিক্ষোভে সামিল হলেন। দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন উখরা বিদ্যুৎ কার্যালয়ের স্টেশন ম্যানেজারকে ।

শেখ শওকত আলী নামে শফিক নগর এলাকার বাসিন্দার অভিযোগ, বারবার লোডশেডিং এর সমস্যা দীর্ঘদিনের। এই নিয়ে বেশ কয়েকবার বিদ্যুৎ দফতরের ভারপ্রাপ্ত আধিকারিককে জানানো হয়েছে কিন্তু কোন কাজ হয়নি বলে দাবি তার। তিনি  বলেন, আজ স্টেশন ম্যানেজারের কাছ থেকে জানতে পারেন যে পঞ্চায়েত এলাকায় রাত্রিকালীন পরিষেবা দেওয়া যায়  না। তাই রাত্রিবেলা কোনও কারণে লোডশেডিং হলে মেরামতির জন্যও কোনও টেকনিশিয়ান পাঠানো হয় না বিদ্যুৎ দফতরের তরফ থেকে । তাতেই বাড়ে অস্বস্তি, প্রত্যেকদিন নিয়মিত রাত্রিবেলা লোডশেডিং এর কারণে চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা । একদিকে গরমের কারণে নাজেহাল অন্যদিকে লোডশেডিং । ঘটনা স্থলে আসে অন্ডাল থানার উখারা ফাঁড়ির পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে।