যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ শিবির, উদ্যোগ রাজ্য সরকারের

রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের তপশিল জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ সরকার।

author-image
Probha Rani Das
New Update
vvbbnn29.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের তপশিল জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি গ্রহ করলেন পশ্চিমবঙ্গ সরকার।

WhatsApp Image 2024-07-15 at 5.33.13 PM.jpeg

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং কলেজে এই প্রকল্প শুরু হয়েছে। আজ যার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইয়া।

WhatsApp Image 2024-07-15 at 5.33.13 PM (1).jpeg

ছাড়াও এদিন উপস্থিত ছিলেন খড়পুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অনান্যারা। JEE/WBJEE/NEET-২০২৫ এর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কলেজের পড়ুয়াদের। 

Adddd