নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের তপশিল জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ সরকার।
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সবং কলেজে এই প্রকল্প শুরু হয়েছে। আজ যার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডা: মানস রঞ্জন ভুঁইয়া।
এছাড়াও এদিন উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অনান্যারা। JEE/WBJEE/NEET-২০২৫ এর জন্য প্রশিক্ষণ দেওয়া হবে কলেজের পড়ুয়াদের।