নিজস্ব সংবাদদাতাঃ কার রসগোল্লা সেরা—বাংলা না উড়িষ্যার? এই নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক অবশেষে শেষ হয়েছিল ২০১৮ সালের ১৪ নভেম্বর, যখন জিআই স্বীকৃতি পেয়ে বাংলার রসগোল্লা বিশ্ব দরবারে নিজের স্থান করে নেয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই বাংলার সরকার ঘোষণা করেছিলেন "রসগোল্লা দিবস"। এ বছর রসগোল্লা দিবসের ৬ বছর পূর্তিতে দুর্গাপুরের মানুষ মেতেছে এক বিশেষ উৎসবে।
দুর্গাপুরের মামরা বাজারের মনরমা সুইটসে ক্রেতাদের জন্য ছিল চমক! এখানে বিনামূল্যে মিলছে লঙ্কা রসগোল্লা, ব্লুবেরি রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লাসহ আরও নানা ফ্লেভারের রসগোল্লা। মিষ্টি প্রেমীরা তাই লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে স্বাদ নিচ্ছেন বিভিন্ন রকমারি রসগোল্লার। স্কুল পড়ুয়াদের জন্য তো আরও বড় চমক! দোকানের বিক্রেতারা তাদের জন্য বিশেষ প্লেট ভর্তি রসগোল্লাও বিনামূল্যে পরিবেশন করছেন। স্থানীয় বাসিন্দা শিল্পী মৈত্র বলেন, " আমি এসেছিলাম মিষ্টি কিনতে। কিন্তু দোকানদার বিনামূল্যে প্লেট ভর্তি রসগোল্লা ধরিয়ে দিলেন। জানালেন, আজ রসগোল্লা দিবস উপলক্ষে তার দোকানে মিষ্টি খাওয়া একেবারে বিনামূল্যে। দারুণ অভিজ্ঞতা হলো আজকের দিনটা। "
দোকানের কর্ণধার দেবাশীষ ঘোষ জানান, " আজকের দিনটি একদিকে শিশু দিবস, রসগোল্লা দিবস, এবং ডায়াবেটিস দিবস। সবকিছু মিলিয়ে বিশেষ ভাবেই দিনটি উদযাপন করছি। সবাইকে বিনামূল্যে রসগোল্লা খাইয়ে আনন্দ ভাগ করে নিতে পেরে খুবই ভালো লাগছে। শিশুদের সাথে সকল ক্রেতাকে ব্লুবেরি, স্ট্রবেরি, কমলা ভোগ, লঙ্কা রসগোল্লার মতো নানা স্বাদের রসগোল্লা পরিবেশন করেছি। প্রতিবছরের মতো এ বছরও এই বিশেষ দিনটি এভাবেই উদযাপন করেছি। "