নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ২০২২ সালের ১৪ই জুন ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্তৃক DISHA নামে একটি উদ্যোগ চালু করা হয়েছিল ৷ এতে প্রাথমিকভাবে ঝাড়গ্রাম জেলার সমস্ত ৭৯ GP-কে কভার করে ৭৯টি DISHA কেন্দ্র স্থাপন করা হয়েছিল ৷ এখন এই ধরনের DISHA কেন্দ্রের সংখ্যা ৯৩-এ উন্নীত হয়েছে, যেখানে ৫-১০ শ্রেণীর ৪৫০০ জনেরও বেশি শিক্ষার্থী শনি ও রবিবার ছাড়া প্রতিদিন ক্লাসে উপস্থিত হয়।
সূত্র মারফত জানা গিয়েছে যে, উচ্চমানের যোগ্য সিভিক ভলান্টিয়ারদের এই ধরনের কেন্দ্রগুলিতে শিক্ষক হিসাবে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ওসি/আইসি, তত্ত্বাবধায়ক কর্মকর্তারা মাঝে মাঝে এই কেন্দ্রগুলিতে পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেন।
আজ ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার শ্রী অরিজিৎ সিনহা ঝাড়গ্রাম জেলা পুলিশের কনফারেন্স হলে DISHA কেন্দ্রের ১৫ জন ছাত্রের সাথে মতবিনিময় করেন এবং তাদেরকে ভালবাসার চিহ্ন হিসাবে উপহার বিতরণ করেন। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত এসপি সদর দপ্তর, এ্যাডল এসপি এবং অন্যান্য আধিকারিকরা।