নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা বাসমালিক সংগঠনের। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বিনা ভাড়ায় বাসে যাতায়াত করতে পারবে বলে গতকাল ঘোষণা করেছে বাঁকুড়া জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন।
আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে পৌছেতে যাতে কোন সমস্যায় পড়তে না হয় পরীক্ষার্থীদের সেদিক মাথায় রেখেই জেলার সব রুটে বেসরকারী বাস পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারী বাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বাস পরিষেবার মাধ্যমে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে বিনা ভাড়ায়।
বাঁকুড়া জেলার বাস মালিক সংগঠনের তরফে জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিনা ভাড়ায় পরীক্ষার্থীরা বাসে করে পরীক্ষাকেন্দ্রে যেতে পারবে। বাঁকুড়া বাস মালিক কর্তৃপক্ষের দাবি, সব ধরনের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়া জেলার বাস মালিকের এই উদ্যোগে খুশি অভিভাবকরা।