দৈনিক সঞ্চয় প্রকল্পের ফাঁদে প্রতারণা : ৩০ কোটি টাকা হাতিয়ে পালাল

হাবরায় ৩০ কোটি টাকা প্রতারণার ঘটনা, গৌতম মণ্ডল ও তার দুই ছেলে পলাতক। পুলিশ গ্রেফতার করেছে তাদের ছোট ছেলেকে।

author-image
Debapriya Sarkar
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: হাবরায় একটি দৈনিক সঞ্চয় প্রকল্পের ফাঁদে গরিবদের থেকে টাকা আদায় করে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল ও তার দুই ছেলে। তারা দীর্ঘদিন ধরে গ্রাহকদের থেকে সঞ্চয়ের নামে টাকা নিয়ে পালানোর কাজ চালিয়ে আসছিল।

Money

পুলিশ জানিয়েছে, গৌতম মণ্ডল ও তার বড় ছেলে এখনও পলাতক, তবে শুক্রবার পুলিশ তাদের ছোট ছেলেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ করেন।

money  jharkhand 1.png

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হয়ে আসছিলেন। পুলিশ বর্তমানে অভিযুক্তদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এ নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।