Breaking : একসাথে লড়ির নিচে চাপা পড়লো ৪ জন স্কুল ছাত্র! মর্মান্তিক দুর্ঘটনার বর্ণনায় কেঁদে উঠবে প্রাণ

কাল্লাদিক্কোড়ে সিমেন্ট নিয়ে চলন্ত লরির চাপায় চার স্কুলছাত্র নিহত, একজন আহত। সরকার দ্রুত ব্যবস্থা নেবে, জানালেন কেরালার সিএমও।

author-image
Debapriya Sarkar
New Update
Accident

নিজস্ব সংবাদদাতা : পালাক্কাদ জেলার কাল্লাদিক্কোড়ে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার স্কুল ছাত্র প্রাণ হারিয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লরিটি মান্নারক্কাদের দিকে সিমেন্ট নিয়ে যাচ্ছিল, এবং এ সময় এটি পথচারী ছাত্রদের ওপর চাপিয়ে দেয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে স্কুল ছাত্ররা ছিল। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

kochi dead.jpg

কেরালার মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে জানান, ‘‘সরকার দ্রুত সকল আহতদের জরুরি চিকিৎসা প্রদানের জন্য সমন্বয়ে কাজ করবে। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

এ ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয়রা দুর্ঘটনা রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।