মুজাফফরনগরে উদ্ধার চারটি বোমা!

মুজাফফরনগরে চারটি আইইডি অর্থাৎ উন্নতমানের বিস্ফোরক যন্ত্র উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে এই বোমার সঙ্গে মুজাফফরনগরের দাঙ্গায় ব্যবহৃত বোমার কোনো যোগাযোগ আছে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
UPPP.JPG

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের (UP STF) প্রধান অমিতাভ যশ বলেছেন, "মুজাফফরনগরে দু'জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চারটি উন্নতমানের বিস্ফোরক যন্ত্র অর্থাৎ বোমা (IED) উদ্ধার করা হয়েছে। এই সবগুলি একটি রিমোট কন্ট্রোল বা টাইমারের মাধ্যমে ট্রিগার করা যেতে পারে। মনে করা হচ্ছে মুজাফফরনগর দাঙ্গার সময় এই একই ধরনের বোমা তৈরি করে বিতরণ করা হয়েছিল। মুজাফফরনগর দাঙ্গার সময় যারা বোমা তৈরী করেছিল তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের এবং এই বোমা প্রস্তুতকারকদের একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে।"

 

 

v

 

স্ব

স

স