নিজস্ব সংবাদদাতা: আগামীকাল প্রজাতন্ত্র দিবস। আর তার আগে এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে উদ্ধার চারটি বাঙ্কার। নদীয়ার কৃষ্ণগঞ্জের এক-দেড় কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে বাঙ্কারের হদিশ মিলল। সূত্রের খবর, লোকজনের চোখে ধুলো দিতে আম বাগানের ভিতর দিক করে তৈরি হয়েছিল ঘর। আর মাটির ওপরে ঘর, মাটির নীচে চুপিসাড়ে তৈরি করা হয়েছিল বাঙ্কার। বাঙ্কার থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। তবে কি শুধুমাত্র নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের জন্যই তৈরি হয়েছিল বাঙ্কার? না কি এই এতগুলি বাঙ্কার তৈরির পিছনে রয়েছে অন্য কোনো রহস্য?