পশ্চিম মেদিনীপুর: শালবনীতে জিন্দলদের সিমেন্ট কারখানা গড়ে ওঠার পরও বিপুল পরিমাণ জমি পড়ে আছে। সেই জমিতেই দুটি ৮০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার ঘোষণা করেছিলেন সজ্জন জিন্দল। ফেব্রুয়ারি মাসে বিশ্ব বঙ্গ সম্মেলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তিনি এই ঘোষণা করেছিলেন। এবার ওই পাওয়ার প্ল্যান্টেরই শিলান্যাস করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে আসছেন এমনটাই জেলা প্রশাসন সূত্রে খবর।
২২ এপ্রিল একটি প্রশাসনিক সভা এবং প্রকল্পের সুবিধা বিতরণ করার কথা রয়েছে তার। যদিও এই বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি। তবে, দলীয় সূত্রে ঠিক এমনটাই জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতে আসছেন, সেই বিষয়ে খবর পৌঁছেছে শালবনী জিন্দল কারখানাতেও। শালবনীর কারখানার এক আধিকারিক জানিয়েছেন, "২১ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়েছে।" বৃহস্পতিবার জিন্দল প্ল্যান্টের ভেতরে এএসএল বা নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর।