নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুর শিল্প নগরীর গান্ধী মোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত নতুন 'ফোর-লেন' রাস্তার শিলান্যাস করলেন শুক্রবার রাজ্যের কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার l এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত l
এই বিষয়ে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, '' শিল্পাঞ্চলের ওপর থেকে যানবাহনের চাপ কমাতে ও শহর অঞ্চলের মানুষদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি ফোরয়-লেন হওয়ার খুব প্রয়োজন ছিল। তবে রাস্তাটির বিশেষত্ব হবে নির্মাণকার্যে, রাস্তার ধারে যেমন কিয়স্ক থাকবে তেমনি রাস্তার মাঝখানে থাকবে পরিবেশের ভারসাম্য রাখতে নানা গাছ গাছালি l দুর্গাপুরের গান্ধী মোর সংলগ্ন এ রাস্তাটি সিটি সেন্টার থেকে ডিভিসি মোড় পর্যন্ত শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা l এ রাস্তাটি এসডিও বাংলোর পাশ দিয়ে ডি ভি সি মোড়কে ছুঁয়ে যাবে l রাস্তাটি নির্মাণ করতে খরচা হবে আনুমানিক ৭০ লক্ষ টাকা l ''
রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, '' এডিডিএ ও ডিএমসি মিলে শহরের উন্নয়নের সদা সচেষ্ট l তারই ফলস্বরূপ এই রাস্তা নির্মাণ যা মানুষের কাজে লাগবে। ''