পিছু হটার রাস্তা নেই... বিকাশ ভবনের সামনে থেকে গর্জে উঠলেন মানুষ গড়ার কারিগররা
আন্তর্জাতিক তহবিলের টাকা জঙ্গিদের পিছনে ঢালছে পাকিস্তান, মিললো তার প্রমাণ
নিরস্ত্র শিক্ষকদের এত ভয় পাচ্ছে পুলিশ! কার্যত দুর্গে পরিণত করা হল বিকাশ ভবনকে
মানুষ প্রাতরাশ করতে যত সময় নেয়, ততক্ষণে আপনারা শত্রুপক্ষকে খতম করে দেন! ভুজে বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী
ত্রালে গ্রামবাসীদের পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল সেনাবাহিনীরা
কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন
জাতিসংঘের স্বীকৃতি! বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতেরই
এটা আমাদের লড়াইয়ের প্রাথমিক জয়! কী বললেন ডিএ আন্দোলনকারী
অবশেষে সরকারি কর্মচারিদের জন্য সুখবর! রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

শিল্প নগরীর গান্ধী মোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত নতুন 'ফোর-লেন' রাস্তার শিলান্যাস

নতুন রাস্তার শিলান্যাস।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ওঃ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুর শিল্প নগরীর গান্ধী মোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত নতুন 'ফোর-লেন' রাস্তার শিলান্যাস করলেন শুক্রবার রাজ্যের কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার l এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত l

এই বিষয়ে এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন, '' শিল্পাঞ্চলের ওপর থেকে যানবাহনের চাপ কমাতে ও শহর অঞ্চলের মানুষদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি ফোরয়-লেন হওয়ার খুব প্রয়োজন ছিল। তবে রাস্তাটির বিশেষত্ব হবে নির্মাণকার্যে, রাস্তার ধারে যেমন কিয়স্ক থাকবে তেমনি রাস্তার মাঝখানে থাকবে পরিবেশের ভারসাম্য রাখতে নানা গাছ গাছালি l দুর্গাপুরের গান্ধী মোর সংলগ্ন এ রাস্তাটি সিটি সেন্টার থেকে ডিভিসি মোড় পর্যন্ত শহরের অন্যতম ব্যস্ততম রাস্তা l এ রাস্তাটি এসডিও বাংলোর পাশ দিয়ে ডি ভি সি মোড়কে ছুঁয়ে যাবে l রাস্তাটি নির্মাণ করতে খরচা হবে আনুমানিক ৭০ লক্ষ টাকা l '' 

রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, '' এডিডিএ ও ডিএমসি মিলে শহরের উন্নয়নের সদা সচেষ্ট l তারই ফলস্বরূপ এই রাস্তা নির্মাণ যা মানুষের কাজে লাগবে। ''