নিজস্ব সংবাদদাতা, গোপীবল্লভপুরঃপূর্ব ঘোষণা অনুযায়ী সাঁওতাল বিদ্রোহের মহিলা শহীদ ফুল মুর্মু ও ঝানু মুর্মুর মুর্তি বসানোর জায়গা সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি ও রাজস্ব আধিকারিকের দফতর অনির্দিষ্টকালের জন্য ঘেরাও কর্ম করল আদিবাসী সম্প্রদায়ের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ভূমি রাজস্ব আধিকারিকের দফতরের মুল গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভের জন্য উত্তেজনা ছড়ায় এলাকায়।
উল্লেখ্য, ফুল মুর্মু ও ঝানু মুর্মুর মুর্তি বসানোর জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল এর পক্ষ থেকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ভূমি আধিকারিকের কাছে জায়গার দাবি জানায়। সংগঠনের দাবি মতো গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও অফিসের সামনে নির্দিষ্ট জায়গা দিয়ে, পরে ফের প্রত্যাহার করে নেওয়া হয় বলে অভিযোগ। এরপরে সেই জায়গা সংক্রান্ত জট কাটানোর জন্য আদিবাসী নেতারা ভূমি দফতরে বার বার দরবার করলেও তার সমাধান হয়নি। তাই মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বিএলআরও অফিস ঘেরাও কর্মসূচি শুরু করেছে আদিবাসী সংগঠনটি।