নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ জানা গিয়েছে, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতা নবীন পট্টনায়ক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন।
চিঠিতে লেখা হয়েছে, "বৃষ্টির কারণে ওড়িশার বাজারে আলুর সরবরাহ কম হয়েছে, যার ফলে কৃত্রিম মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। সংবাদমাধ্যম থেকে জানতে পারছি, পশ্চিমবঙ্গ ওড়িশা সীমান্তে আলু বোঝাই ট্রাকের লম্বা লাইন অপেক্ষা করছে। আমি আপনাকে অনুরোধ করছি যে দয়া করে এই বিষয়ে হস্তক্ষেপ করুন এবং ওড়িশায় আলুর মসৃণ সরবরাহ নিশ্চিত করুন।"