মৃত্যুর পরেও দু'জনকে দৃষ্টি দিলেন বুদ্ধবাবু

চক্ষুদানের জন্যই ছানির অপারেশন করাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

author-image
Shroddha Bhattacharyya
New Update
buddhadeb-bhattacharjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: গতকালই প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য। মৃত্যুর আগেই দেহদান করে গেছেন তিনি।

Buddhadeb-Bhattacharya

তাঁর মৃত্যুর পর ২৪ ঘন্টাও কাটেনি। এরই মধ্যে তাঁর দান করা কর্নিয়াতেই দৃষ্টি ফিরে এল দু'জন। দেহদানের কথা ভেবেই নিজের চোখের ছানিও অপারেশন করাননি তিনি। বয়সের ভারে দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়ায় গল্পের বই বা সংবাদপত্র তাঁকে পড়ে শোনাতে হতো।

BUDDHADEB

সেই কাজ করতেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য্য। সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন যে, বার্ধক্যজনিত কারণে বুদ্ধবাবুর চোখে সামান্য সমস্যা থাকলেও তাঁর কর্নিয়ার গুণগত মান ভাল ছিল। 

1686747615_buddhadeb

অনেকের মতামত, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ধারণা ছিল যে ছানি অপারেশন করালে কর্নিয়ার গুণগত মান কমে যায়। তাই অপারেশন করাননি তিনি। তাঁর এই সমাজমুখী ও জীবনমুখী প্রয়াসকে কুর্নিশ। 

 

Adddd