নিজস্ব সংবাদদাতা: মৈপীঠে বাঘের দাপট (Tiger Attack)। থাবার নীচে বনকর্মী। বাঘে মানুষে লড়াই চলে দীর্ঘক্ষণ। গুরুতর বন দফতরের তল্লাশির সময় জঙ্গল থেকে বেরিয়ে ধানখেতের উপর লাফিয়ে পড়ে। একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। আতঙ্কিত এলাকাবাসী।