উদ্ধার প্রচুর সাপের বিষ! চক্ষু চড়কগাছ পুলিশের

বনদফতরের আধিকারিকরা প্রচুর সাপের বিষ উদ্ধার করেছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে চার অভিযুক্তকে আটক করেছে। জানা গিয়েছে, সাপের বিষয়গুলো লিকুইড ও ক্রিস্টাল ফর্মে ছিল।

author-image
Tamalika Chakraborty
New Update
snake poison .jpg

নিজস্ব সংবাদদাতা: প্রচুর পরিমাণে সাপের বিষ সহ চার পাচারকারীকে গ্রেফতার  করেছে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ক্রিস্টাল ফর্মে ও লিকুইড ফর্মে প্রচুর পরিমাণে সাপের বিষ ছিল। পাচারকারীরা যে গাড়িতে করে পাচারের কাজ চালাচ্ছিল সে গাড়িটিকে আটক করা হয়েছে । বনদফতরের কর্মী আধিকারিকরা অভিযান চালিয়ে এই চক্রের পাণ্ডাদের আটক করা হয়েছে। কুলটি থানার চিনাকুড়ি এলাকা থেকে পাচারকারীদের গ্রেফতার করা হয়েছে।  পাচারকারীরা বাঁকুড়ার দিক থেকে আসছিল বলে খবর পেয়ে বনদফতরের কর্মী আধিকারিকরা অভিযান চালায়। তখনই কুলটি থানা এলাকার চিনকুড়ির কাছে পাচারকারীদের গাড়ি আটক করা হয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সাপের বিষ।এ রপরই ওই পাচারকারীদের আনা হয় কুলটি থানার শাকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে।