ধান গাছ খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে হাতি!

হাতির আক্রমণে তটস্থ হয়ে রয়েছে ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের ক্ষতি করছে হাতির দল। কী পদক্ষেপ নিল গ্রামবাসী এবং বনদফতরের কর্মীরা?

author-image
Anusmita Bhattacharya
New Update
elephants

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। বৃহস্পতিবার একটি দলছুট হাতি জামবনি ব্লকের চান্দুয়া এলাকায় চাষের জমিতে রোয়া ধান গাছ খেয়ে এবং পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। গ্রামবাসী এবং বনদফতরের কর্মীরা হাতিটিকে তাড়া করে জঙ্গলে পাঠিয়ে দেয়। অপরদিকে ঝাড়গ্রাম বন বিভাগের পেনিয়াভাঙ্গা, বড়াশুলি, গোবিন্দপুর জঙ্গলেও চলছে হাতির দলের তাণ্ডব। এছাড়াও খড়গপুর বন বিভাগের বড়গহিরা জঙ্গলে ৫০টি হাতির একটি দল তাণ্ডব চালাচ্ছে। বনদফতরের তরফে হাতির দলের ওপর নজরদারি শুরু করেছে কর্মীরা এবং জঙ্গলে যাওয়া নিষেধ করা হয়েছে। তার পাশাপাশি বন্যপ্রাণী শিকারও নিষিদ্ধ করা হয়েছে। সকলকে সতর্ক করা হচ্ছে বনদফতরের পক্ষ থেকে।