বিদেশযাত্রা তো একেবারে জলভাত ! রেশন দুর্নীতির কালো টাকা কোথায় যেত ?

একদিকে কয়লা, অন্যদিকে বালি, একদিকে গরু, অন্যদিকে রেশন। গোটা দলের পরতে পরতে দুর্নীতি আর অনিয়ম। এর সঙ্গেই নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগও রয়েছে।

author-image
Adrita
New Update
h

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তার সাথে নাম জুড়েছে মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানের। ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। তারপর থেকেই একে একে বের হয়ে আসছে তার 'কীর্তি'র কথা। জানা গিয়েছে, ঘন ঘন বিদেশযাত্রা লেগেই থাকত তার। যেন বিদেশযাত্রা তার কাছে জলভাত। 

hire

আপাত নিরীহ চেহারার এক ব্যক্তি বাকিবুর রহমান। তবে তার নাকি দুবাইতেও ফ্ল্যাট রয়েছে। রেশন দুর্নীতির তদন্তে নেমে কার্যত অবাক হচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তাদের সন্দেহ যে রেশন দুর্নীতির কালো টাকা লুকোতেই নাকি বার বার এই বিদেশযাত্রা। রেশন দুর্নীতির 'কিংপিন' বাকিবুর রহমান। এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে ধৃত মন্ত্রীর সঙ্গে বাকিবুরের সম্পর্ক ঠিক কতটা ঘনিষ্ঠ সেটাও মেপে দেখতে চাইছেন তদন্তকারীরা। 

hiring.jpg