ফুটপাত দখল করেই চলছে ব্যবসা, এবার সক্রিয় প্রশাসন

ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামলো দাসপুর পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kyuhjo

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফুটপাত দখল করে রমরমিয়ে চলে আসছে ব্যবসা। মানুষজন চলাচল করে রাস্তায়। কিন্তু রাস্তা সংকীর্ণ থাকায় বারে বারে দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে পথ চলতি মানুষজনদের। সেই ঘটনায় এবার নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে এই কয়েকদিনে বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ কেড়েছে একাধিক পথ চলতি মানুষজনদের। রাজ্যসড়কের পাশে ফুটপাত থাকলেও সেই ফুটপাত দখল করে রমরমিয়ে চলছে ব্যবসা। ফুটপাত দখল করে ব্যবসা চলার কারণে সেই ফুটপাত ব্যবহার করতে পারছেন না পথ চলতি মানুষজন। ফলে রাজ্য সড়কের ওপর দিয়েই চলাফেরা করতে হচ্ছে মানুষজনেদের। 

kuiokk

ব্যস্ততম এই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে যানজট থাকে। মূলত দাসপুর, বকুলতলা, পীরতলা এলাকায়। ফলে দুর্ঘটনা বাড়ে এই সমস্ত এলাকা গুলোতে। এই কদিনে বেশ কয়েকটি পথ দুর্ঘটনা প্রাণ কেড়েছে একাধিক পথ চলতি মানুষজনেদের। এবার সেই সকল ঘটনার পর নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। 

kjolll

দাসপুর থানার উদ্যোগে ফুটপাতের ওপর অস্থায়ী ভাবে গড়ে ওঠা দোকান গুলোকে সরাতে এবং ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামলো দাসপুর পুলিশ। এই অভিযানে উপস্থিত  ছিলেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক  সহ দাসপুর থানার একাধিক পুলিশ আধিকারিকেরা।