নিজস্ব সংবাদদাতা: রাজ্যসড়কে ফুটপাত দখল করে সবজি বাজার বসাকে কেন্দ্র করে সাধারণ মানুষ, ব্যবসায়ী সমিতির সাথে বচসা বাঁধলো সবজি বিক্রেতাদের। দাসপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে ফুটপাত দখল করে সবজি বাজার বসাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ, ব্যবসায়ী সমিতির সাথে ফুটপাতে বসা সবজি বিক্রেতাদের তুমুল বচসা বাঁধে এদিন।
স্থানীয় মানুষ ও ব্যবসায়ী সমিতির দাবি, দাসপুরে রাস্তা সরু তার উপরে এতো গাড়ির চাপ এখানে বাজার বসলে দূর্ঘটনা আরও বাড়বে। এছাড়াও ফুটপাত দখল হয়ে যাচ্ছে তাই প্রশাসন এর ব্যবস্থা নিক। অপরদিকে সবজি বিক্রেতাদের দাবি, “আমরা আগে এখানেই বসতাম। রাস্তার কাজ হচ্ছিল বলে অন্যত্র গিয়েছিলাম। আবার এখানেই আমরা সবজি বিক্রি করতে চাই”।
দাসপুরের এই বাজার উঠে কিছুটা দাসপুর লাউদা এলাকায় গিয়েছে অপরদিকে কিছুটা দাসপুর গ্রামীন হাসপাতালের রাস্তায় গিয়েছে। আবারও যদি বাজার দাসপুর রাজ্য সড়কের পাশে বসে তাহলে দাসপুরের এই বাজার মোট তিন জায়গায় বসছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক অসুবিধা, তাই সাধারণ মানুষ ও দাসপুর ব্যবসায়ী সমিতি চাইছে প্রশাসন ব্যবস্থা নিক।
ব্যবসায়ী সমিতির দাবি, রাজ্যসড়কের ধারে ফুটপাত দখল করে বাজার বসছে এতে যানজট থেকে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তাদের দাবি, দাসপুর বাজার এলাকায় রাজ্যসড়কের ধারে একাধিক দোকান রয়েছে। ফুটপাত দখল করে সবজি বাজার বসায় সাইকেল মোটরসাইকেল দোকানের সামনে রাখায় ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে।
স্থানীয় মানুষ থেকে ব্যবসায়ী সমিতি চাইছে রাজ্যসড়কের ধারে ফুটপাত দখল মুক্ত হোক। অপরদিকে সবজি বিক্রেতাদের দাবি, “এখানেই তারা সবজি ব্যবসা করে আসছে, রাজ্যসড়ক সম্প্রসারণের কাজ চলায় তারা উঠে গিয়েছিলেন। এখন তারা ফিরে এসেছেন, এখানে ব্যবসা না করতে পারলে কোথায় যাবেন তারা। “সবজি বিক্রি করে সংসার চলে, সবজি ব্যবসার জন্য রাস্তার ধারে অপরিষ্কার হচ্ছে বলা হচ্ছে। কিন্তু আমরা ব্যবসা শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে যায়”।
আর এনিয়েই আজ সকালে ফুটপাত দখল করা সবজি বিক্রেতাদের সাথে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমিতি কথা বলতে গেলে উভয়পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশকে পৌঁছাতে হয়,পরিস্থিতি সামাল দেয় পুলিশ।