জলস্তর বাড়ছে, ভেঙে গেল সেতু! ২০টি গ্রামের মানুষ চরম সমস্যায়

বর্ষার সময়ে গ্রামের দিকের মানুষ পড়ে সব থেকে বেশি বিপদে। এই মুহূর্তে সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙ্গে গেল সেতু। সমস্যায় মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-07-28 at 4.23.48 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের গড়ধরা এলাকায় সুবর্ণরেখা নদীর উপর তৈরি ফেয়ার ওয়েদার সেতু ভেঙে যাওয়ায় সাঁকরাইল, নয়াগ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা এলাকায় নয়াগ্রামের সাথে যোগাযোগের জন্য সুবর্ণরেখা নদীর উপর তৈরি করা হয়েছিল ফেয়ার ওয়েদার সেতু। একটু বৃষ্টি হতেই সুবর্ণরেখা নদীতে জল বাড়ে। এর ফলে গড়ধরা এলাকায় তৈরি ফেয়ার ওয়েদার সেতুটি ভেঙে যায়। তাই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গড়ধরা থেকে নয়াগ্রাম ব্লকের দেউলবাড় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই সেতুটি ভেঙে যাওয়ায় প্রায় কম করে ২০টি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন বলে জানা গেছে। 

সুবর্ণরেখা নদীতে বৃষ্টির জল বাড়তেই ওই সেতুটি ভেঙে গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। এর ফলে খুব কম সময়ে সাঁকরাইল থেকে মানুষ নয়াগ্রাম যেতে পারছে না। ঘুরপথে তাদের যেতে হবে সাঁকরাইল থেকে নয়াগ্রাম। যদি ভারী বৃষ্টি হয় এবং সুবর্ণরেখা নদীতে যদি বন্যা হয় তাহলে ওই এলাকার মানুষ দুর্ভোগে পড়বে বলে ওই এলাকার বাসিন্দারা আশঙ্কা করছে এখন থেকেই। সেই কারণে প্রশাসনের কাছে কংক্রিটের সেতু নির্মাণ তৈরি করার দাবি জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা।