নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা ব্লকের পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের কালুখাড়া এলাকায় ঠাকুরের প্রসাদ খেয়ে অসুস্থ ২৫ জন। এর মধ্যে পিংলারই ১৮ জন। বাকি ৫ জন পাঁশকুড়া থানা এলাকার বাসিন্দা।
গতকাল পাঁশকুড়ার রাধাবন এলাকায় একটি পূজোতে প্রসাদ খাওয়ার আয়োজন করা হয়। সেখানে পিংলার কালুখাড়া এলাকার বহু মানুষ যায়। তার মধ্যে ১৮ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের বাড়িতে চিকিৎসা চলছে। গুরুতর অসুস্থ দেড় বছরের এক শিশু। তাকে এবার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
অপরদিকে এই ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে আসেন পিংলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি। তিনি জানান যে খাদ্যে বিষক্রিয়ার থেকে এটা হতে পারে। স্বাস্থ্য দফতর নজর রেখেছে।