নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কুয়াশাছন্ন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকের উত্তর গোটগেড়িয়া এলাকা।
সকাল থেকে ওই এলাকাতেই কুয়াশার দাপট। রাস্তায় লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত কুয়াশাছন্ন।
জানা গিয়েছে, হঠাৎ করেই ওই এলাকায় এই কুয়াশা নামে।