দ্রুত উড়ালপুল নির্মাণের কাজ সম্পন্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ

বেশ কয়েক বছর ধরে বালিচক উড়ালপুল নির্মাণের কাজ চলেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-16 at 18.53.04

File Picture

নিজস্ব সংবাদদাতা: উড়ালপুল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা সহ একাধিক দাবিতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালো বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। বুধবার দুপুরে মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। পরে ডেপুটেশন জমা দেয় অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা-র দপ্তরে। 

উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী, বিশ্বজিৎ ভূঁইয়া, সভাপতি সুভাষচন্দ্র মাইতি সহ অন্যান্যরা। বেশ কয়েক বছর ধরে বালিচক উড়ালপুল নির্মাণের কাজ চলেছে। সেই কাজ মন্থরগতিতে চলার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা সহ উন্নয়ন কমিটির সদস্যরা। 

jhrgmbridge

তাদের অভিযোগ, ৭৩০ দিনে কাজ সম্পূর্ণ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। পাশাপাশি রেল ক্রসিং দিয়ে মোটরসাইকেল এবং ছোট যানবাহন চলাচল করতো। তাও বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের বিক্ষোভে জানিয়েছিল তিন মাসের মধ্যে ওই রেল ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে। তবুও তা আজ পর্যন্ত বন্ধ থাকায় মোটরসাইকেল সহ অ্যাম্বুলেন্স পারাপারে সমস্যায় ভুগতে হচ্ছে। রোগীদেরও কাঁধে করে পার করতে হচ্ছে বলেও অভিযোগ। কবে সম্পূর্ণ হবে উড়ালপুল নির্মাণের কাজ তা নিয়েও সংশয় প্রকাশ করেন কমিটির সদস্যরা।

কমিটির সম্পাদক কিংকর অধিকারী বলেন, "উড়ালপুল ৭৩০ দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও প্রায় ছয় বছর হয়ে গেল এখনও সম্পূর্ণ হয়নি। খুবই ঢিমেতালে চলছে কাজ। দ্রুত কাজ সম্পন্ন করার দাবিতে জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখিয়েছি। পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণে জল নিকাশির ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, শ্যামচক পর্যন্ত ঢালাই রাস্তা সহ একাধিক দাবি আমরা জানিয়েছি জেলা শাসকের দপ্তরে”।