নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদে সামসেরগঞ্জের শিকদারপুর গ্রামে একাধিক বাড়ি ও জমি গঙ্গার ভাঙনের জেরে জলে তলিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ছাড়ছেন গঙ্গাতীরের বসবাসকারী স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। আরও বাড়ি গঙ্গার জলে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের শিকদারপুর গ্রাম। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তীরবর্তী বাড়ি ও চাষের জমি গঙ্গার জলে তলিয়ে যেতে শুরু করেছে। এলাকা জুড়ে শুধু আতঙ্কের ছবি। গঙ্গা গর্ভে বাড়ির যাবতীয় সরঞ্জাম তলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরা জরুরি সামগ্রী নিয়ে বাড়ি ছাড়তে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেভাবে গঙ্গার জল বাড়তে শুরু করেছে, তাতে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভবনা। অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।