ঘাটালে বন্যা পরিস্থিতি, জরুরী বৈঠকে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

জরুরি বৈঠকে মন্ত্রী।

author-image
Adrita
New Update
coveruyjhu

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে শিলাবতী নদী, চন্দ্রকোনার কেটিয়া নদী এবং মনশুকার ঝুমি নদীর জল বেড়েছে। যার জেরে প্লাবিত হয়েছে ঘাটাল মহাকুমার বিস্তীর্ণ এলাকা। জল পেরিয়ে নৌকা ও ডিঙ্গিড় মাধ্যমেই চলছে যাতায়াত।

ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে জরুরী ভিত্তিক বৈঠকে বসেছেন রাজ্যের সেচ ও জনসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা স্বাস্থ্য আধিকারিক, মহকুমার পাঁচটি ব্লকের প্রশাসনের আধিকারিকসহ জনপ্রতিনিধিরা।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মানস রঞ্জন ভুঁইয়া জানান, '' জল এখন সর্বোচ্চ লেভেল দিয়ে বইছে। বালির বস্তা, জলের পাউচ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশমত বন্যার যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসনের পাশাপশি মহাকুমা প্রশাসন প্রস্তুত রয়েছে। ''