নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশে গত সাত দিনে ঘাটাল এবং পার্শবর্তী বন্যা কবলিত এলাকার ৩৬২ জন গর্ভবতী মহিলাদের পুলিশ, স্বাস্থ্য ও প্রশাসনের উদ্যোগে উদ্ধার করে ঘাটাল মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালের 'মাতৃ-কুটির' -এ চিকিৎসার ব্যবস্থা করা হয়। এর মধ্যে ২৪৫ জন গর্ভবতী মহিলা সুস্থ সন্তান প্রসব করেছেন এবং বাকিদেরও নির্দিষ্ট সময়ে প্রসবের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আজ পশ্চিম মেদিনীপুর জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার, আই.পি.এস, মাননীয় জেলাশাসক শ্রী খুরশিদ আলী কাদরী, আই.এ.এস., মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ড. সৌম শঙ্কর সারেঙ্গী সহ পুলিশ, স্বাস্থ্য এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ ঘাটাল মহকুমা এবং সুপার স্পেশালিটি হাসপাতালে বন্যা কবলিত ঘাটাল সহ পাশবর্তী এলাকাগুলি থেকে প্রশাসনের দ্বারা উদ্ধার করে আনা গর্ভবতী ও প্রসূতি মহিলাদের সুচিকিৎসার জন্য নির্মিত 'মাতৃ-কুটির' পরিদর্শন করেন এবং সুব্যবস্থা বন্দোবস্তের পর্যবেক্ষণ করেন।
বিগত কয়েক দিনে জেলার বন্যা কবলিত এলাকাগুলিতে ১৫২ জন মানুষকে বিষধর সাপে কামড়ায়, পুলিশ ও স্বাস্থ্য দফতর -এর দ্রুততা ও তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণের ফলে কোনো জীবনহানি ঘটেনি।
মানুষের জন্য সর্বদা সজাগ ও তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।