বন্যা ! স্পিডবোটের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে নবজাতক শিশু ও গর্ভবতী মহিলাদের

জলমগ্ন ঘাটাল।

author-image
Adrita
New Update
ে

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ বন্যা কবলিত গোটা এলাকা। প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে স্পিড বোটের মাধ্যমে নবজাতক শিশু ও গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য। বন্যা কবলিত এলাকার মানুষকে এই ভাবেই বেশ কয়েকদিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে সিভিল ডিফেন্স ও ঘাটাল থানার পুলিশ কর্মীরা।

অপরদিকে প্লাবিত ঘাটালের এলাকাগুলিতে শুকনো খাবার, ত্রিপল, ত্রাণ কিটসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণে করা হচ্ছে। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা, সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা,পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী,ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা।