প্লাবন ! জল ছাড়ার পরিমাণ কম করেছে দুর্গাপুর ব্যারাজ

জলমগ্ন বহু এলাকা।

author-image
Adrita
New Update
এ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টির ফলে বেশ কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। এই আবহেই দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হয়েছে জল। যার ফলে প্লাবিত হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াসহ একাধিক জেলা। 

দুর্গাপুর ব্যারেজ - উইকিপিডিয়া

এমন অবস্থায় ধাপে ধাপে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল রাত ১২টা থেকে ১ লক্ষ ৫০ হাজার ৭০০ কিউসেক জল ছাড়া শুরু হয় এবং আজ ভোর ৫টা থেকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৬৭৫ কিউসেক।

Bengal Flood: এক ধাক্কায় অর্ধেক! দিনে প্রায় ৩৩ হাজার কিউসেক জল ছাড়ছে  দুর্গাপুর ব্যারেজ - Bengali News | Durgapur Barrage is releasing 33  thousand Kusek water from Saturday | TV9 Bangla News

এছাড়াও, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে বলে জানা গিয়েছে। ডিভিসি জানিয়েছে যে, ধীরে ধীরে এই পরিমাণ আরও কম করা হবে।

Durgapur Barrage: জল ছাড়ছে দুর্গাপুর ব্যারেজ, প্লাবনের আশঙ্কা ৩ জেলায়

প্রসঙ্গত যে, বিভিন্ন জেলায় জেলায় বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার পুরশুড়ায় বন্যা পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বলেন, '' ডিভিসি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে, যা অভূতপূর্ব। আমি নিজে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বন্যার মুখে ফেলে দিচ্ছে। ''

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, এটি পরিকল্পিতভাবে বাংলাকে বন্যায় ডোবানোর ষড়যন্ত্র। তার দাবি যে, ডিভিসি যদি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে জল ছাড়ত, তাহলে এই পরিস্থিতি তৈরি হত না। তিনি এই বন্যাকে ‘ ম্যান মেড ’ বলেও অভিহিত করেছেন এবং কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাঁচিল টপকে ঢুকে রাতভর লুকিয়ে রইল যুবক

প্রসঙ্গত, ডিভিসি থেকে মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে প্রায় ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসির মতে, বাঁধগুলিতে জলস্তর ক্রমশ বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।